ভ্যাপসা গরমে অতিষ্ঠ বৃহত্তর লাকসামের জনজীবন

এফএনএস (এমএসআই জসিম; লাকসাম, কুমিল্লা) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ১২:৪৬ পিএম
ভ্যাপসা গরমে অতিষ্ঠ বৃহত্তর লাকসামের জনজীবন

ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে বৃহত্তর লাকসামের জনজীবন। এই পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট, লালমাইসহ বৃহত্তর লাকসাম উপজেলা গুলোর সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে নিম্নআয়ের মানুষের। বিশেষ করে রিকসা চালক, ভ্যান চালক, অটো চালক এবং দিন মজুর মানুষ ভ্যাপসা গরমে অতিষ্ঠ ও ক্ষতিগ্রস্ত। সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে হিট জনিত রোগব্যাধি। সাধারণ মানুষ হিটজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন। ব্যাবসায়ী ইমদাদুল হক বলেন তীব্র গরমে রাস্তায় মানুষ কম থাকায় আয় ইনকামও কম হচ্ছে। প্রচণ্ড তাপে গেমে জামা বিজে আবার শরীরেই শুকাচ্ছে। ভ্যান চালক নুরু মিয়া বলেন এই গরমের মধ্যে ভ্যান গাড়ি নিয়ে বাহিরে থাকাটাই কষ্ট। অটো চালক শাহিন আলম বলেন ভ্যাপসা গরমের মাত্রা বৃদ্ধি তবুও কাজ না করলে আমরা খাবো কি? তীব্র গরমে গাড়ি চালিয়ে সংসার চালিয়ে যাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে