কুড়িগ্রামের চর রাজিবপুর থানার অভিঢ়ানে শনিবার দিবাগত রাত পনে ১১টায় রুহুল আমিন(২২)নামের ১ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। সে উপজেলার সদর ইউনিয়ের জহির মন্ডল পাড়া গ্রামের নবাব আলীর পুত্র।
চর রাজিবপুর থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আরজ আলী,এএসআই রতন ও এএসআই আশরাফুল সঙ্কাগীয় ফোর্সসহ দক্ষিণ কাচারি পাড়া দীপাঞ্চল সিনেমা হলের নিকট থেকে তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাসি করলে ৩০ পিছ ইয়াবা টেবলেট উদ্বার হয়।
এ ব্যাপারে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আমিনুল ইসলাম জানান,তার নামে মামলা রুজু হয়েছে।।রোববার সকালে তাকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।