আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে পিরোজপুরে আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার মধ্যরাতে পিরোজপুর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ফাউন্ডেশন থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে পথসভা করে। সভা চলাকালে উপস্থিত জনতার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
সভায় বক্তারা বলেন, ছাত্র-জনতার জুলাই আন্দোলনে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য হয়। তাদেরই করা আইনে আজকে তারা নিষিদ্ধ হয়েছে। এই ফ্যাসিস্ট আওয়ামীলীগ সাজানো মিথ্যে মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ ৬ নেতাকে ফাঁসি দিয়েছে। অনেককে জেল খানার মধ্যে মৃত্যু বরন করতে হয়েছে। আন্দোলনে অনেক ভাই শাহাদাত বরন করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। তাদের ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। আল্লাহ আওয়ামী মুক্ত বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছে।