বিএনপির সদস্য সচিবের নামে

উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশে প্রতিবাদে পিরোজপুরে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
: | আপডেট: ১২ মে, ২০২৫, ০১:৪৮ পিএম : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৪:৩৪ পিএম
উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশে প্রতিবাদে পিরোজপুরে সংবাদ সম্মেলন

দৈনিক যুগান্তর পত্রিকায় পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিবের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে বলে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

পিরোজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে গাজী লাভলু তার বক্তব্যে বলেন, ১০ মে শনিবার প্রকাশিত ওই পত্রিকায় তার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ডাহা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক। একটি কুচক্রী মহল ও তার রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামীলীগের দোসর তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং ক্ষতি করতে  ষড়যন্ত্রমূলক  মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।

লিখিত প্রতিবাদলিপিতে তিনি বলেন,  প্রকাশিত সংবাদে তার একাধিক গাড়ী, গাড়ীর ব্যবসা, ইট ভাটা, চাঁদাবাজী, টেন্ডারবাজি, জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি এবং এর অংগ সংগঠনের কমিটি গঠনে অনিয়ম, ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে যা লেখা হয়েছে তা সর্বৈব মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। ওই সব বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়ে বলেন- তার ও পরিবারের ব্যবহারের জন্য একটিমাত্র গাড়ী, তার কোনো গাড়ির ব্যবসা নেই, তার এক নিকটাত্মিয়ের গাড়ীর ব্যবসাকে প্রকাশিত সংবাদে তার বলে প্রচার করা হয়েছে। সংবাদে তার বিরুদ্ধে যে চাঁদাবাজি ও টেন্ডাবাজির উল্লেখ করা হয়েছে তা মিথ্যা এবং এর কোনো প্রমান বা নজির নেই। তিনি বলেন তার নামে কোনো ইট ভাটার ব্যবসাও নেই, জেলার কোথাও কোনো টেন্ডারে তার কোনো হস্তক্ষেপ নেই। তিনি বলেন, দলীয় কর্মকান্ডে বা দলের কোনো স্তরের  কোনো কমিটি গঠনে তিনি হস্তক্ষেপ করেননি। এ পর্যন্ত যেসব কমিটি গঠিত হয়েছে তা সমপূর্ণ রাজনৈতিক বিবেচনায় ও নিয়ম মেনে করা হয়েছে। 

এ ছাড়াও মনগড়া ও অনুমান নির্ভর তথ্য উল্লেখেয় যে সংবাদ প্রচার করা হয়েছে তা একজন মানুষের মানহানির সামিল। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, প্রকাশিক সংবাদটি যে সাংবাদিক প্রকাশ করেছেন তিনি বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। ওই সংবাদিক বরিশালের ত্রাশ সাদিক আব্দুল্লাহর অন্যতম ঘনিষ্টজন হিসেবে পরিচিত। ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি বরিশাল বিভাগ ও বিভিন্ন জেলার বিএনপি নেতাদের নানাভাবে হয়রানি করতেন। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জেলা শ্রমিকদল সভাপতি আ: ছালাম বাতেন, সদস্য শেখ শহিদুল্লাহ শহী, সদস্য হাসানুল কবির লীন, জেলা শ্রমিকদলের সাধারণ সমপাদক আফজাল হোসেন টিপু,  জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শরিফ হোসেন মনি, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সমপাদক সালাউদ্দিন কুমারসহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে