সাতকানিয়ায় জনদূর্ভোগ লাঘবে ইউএনও'র তড়িৎ পদক্ষেপ

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৪:৪৬ পিএম
সাতকানিয়ায় জনদূর্ভোগ লাঘবে ইউএনও'র তড়িৎ পদক্ষেপ

তড়িৎ পদক্ষেপ গ্রহণ করে বিশেষ ব্যবস্থাপনায় ভাঙ্গা ব্রীজে আয়রন শীট লাগিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করে জন দূর্ভোগ লাঘব করলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। এতে সহযোগিতা করেছেন এলজিইডি'র সাতকানিয়া উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে এবং স্থানীয় জনতা।

অনুসন্ধানে জানা যায়, সাতকানিয়া রাস্তার মাথা হতে পটিয়াখালী হয়ে সাতকানিয়া উপজেলা সদরগামী পীচঢালা সড়কটি কলেজ রোড নামে পরিচিত। এ পথে প্রতিদিন শত শত ছোট ও মাঝারী গাড়ী চলাচল করে। মাঝে মাঝে বড় ট্রাকও পণ্য বহন করে। এখন সড়কটির সংস্কার জরুরী হয়ে পড়েছে। তবুও তুলনামূলক ছায়াঘেরা, নিরিবিলি, জ্যামহীন এবং দূরত্ব কিছুটা কম হওয়ায় সাধারণ যাত্রী, ছাত্র-ছাত্রী, উপজেলা ও থানা প্রশাসনের সাথে সংশ্লিষ্ট বেশিরভাগের যাতায়াত এ পথে। কিন্তু কয়েকদিন আগে এই সড়কের শুরুর দিকে নাপিতের চরের আগে একটি ব্রীজের মধ্যখানে গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ব্যাহত হয়। মোটর সাইকেল এবং রিকশা কোনোমতে পার হতে পারলেও মাঝারী এবং বড় গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় জনসাধারণ, অনলাইন এক্টিভিস্ট, সংবাদ কর্মী ও জনপ্রতিনিধিগণ বিষয়টি প্রশাসনের নজরে আনেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তড়িৎ পদক্ষেপ নিয়ে রবিবার (১১ মে) অধিক পুরত্বের আয়রন শীট দিয়ে গর্ত হওয়া ব্রীজটি মেরামত করে দিয়ে যান চলাচলের উপযোগী করে দিয়েছেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস। এ কাজে সার্বিক সহযোগিতা করেছেন উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে। স্থানীয় জনতাও সহযোগিতায় এগিয়ে আসে। এখন ছোট ও মাঝারী গাড়ী নিরাপদে চলাচল করতে পারছে। তবে অধিক ভাড়ী গাড়ী চলাচল নিরাপদ নয়।


এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, "রাস্তার মাথা থেকে উপজেলা সদরগামী কলেজ রোড নামক সড়কটি সংস্কার করার জন্য ইতোমধ্যে টেন্ডার আহবান করা হয়েছে। টেন্ডার ইভালুয়েশন চলছে। খুব তাড়াতাড়ি কার্যাদেশ দেয়া হবে।  এই কার্যাদেশের আওতায় শীঘ্রই রাস্তা ও ব্রীজের কাজ শুরু হবে। তবে এতে আরো অনেকদিন এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল ব্যাহত হয়ে জনগণ কষ্ট পেতো। এ কারণে তাৎক্ষণিকভাবে অধিক পুরত্বের আয়রন শীট দিয়ে এটি মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়েছে। ব্রীজের কাজ শুরু হলে এই আয়রন শীট অন্য কাজে ব্যবহার করা যাবে।"

তিনি এ কাজে সহযোগিতা করার জন্য এলাকার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়কেও ধন্যবাদ জানিয়েছেন দ্রুত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার জন্য।