কালীগঞ্জে অধিগ্রহন করা জমির মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৪:৫৭ পিএম
কালীগঞ্জে অধিগ্রহন করা জমির মূল্য পরিশোধের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ যশোর মহাসড়ক ৬ লেনে উন্নতিকরন প্রকল্পে “জমি অধিগ্রহন”করা হলেও জমির মূল্য বুঝে না পাওয়ায় মানববন্ধন করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জমির মালিকরা । গতকাল (১১ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার মল্লিকনগরে এ মানববন্ধন করেন ভূক্তভোগীরা। 

মানববন্ধনে অংশ নেওয়া ভূক্তভোগী রেজাউল ইসলাম বলেন , ২০২১ সালে আমাদের জমি অধিগ্রহন করা হলেও এখানো আমরা একটি টাকাও পায়নি । অথচ রাস্তার কাজ চলামান। আমাদের নায্য পাওনা টাকা অবিলম্বে দিতে হবে । 

ভূক্তভোগী সাখাওয়াত হোসেন বলেন , উন্নয়নের নামে এ কেমন আচরন ? ৪ বছরে অধিগ্রহন করা জমির টাকা আজও আমরা পেলাম না । দু’এক দিনের মধ্যে আমরা উপজেলা নির্বাহি অফিসার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করবো । 

সে সময় মানববন্ধনে অংশ নেওয়া আরো ভূক্তভোগীরা দ্রুত জমির মূল্য পরিশোধের জন্য সরকারের হস্তক্ষেপ করে বলেন ,  পাওনা অর্থ দিতে বিলম্ব হলে কঠোর কর্মসূচী দেওয়া হবে। 

উল্লেখ্য , ২০২১ সালে ঝিনাইদহ থেকে যশোর শহর পর্যন্ত ৪৭ কিলোমিটার ৬ লেন রাস্তার জন্য ৩০৪ একর জমি অধিগ্রহন করা হয় । ৪ বছর আগে এ ৬ লেন প্রকল্প শুরু হলেও কালীগঞ্জ উপজেলার জমিদাতারা  কোন টাকা পাননি । ৬ লেন প্রকল্পের কাজ ২০২৬ সালের ৩০ জুন শেষ হওয়ার কথা ।