দেশের সর্ববৃহত অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান চালানো হয়েছে জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ এক কোটি ১২ লাখ ৯৮ হাজার ২৪০ টাকাসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ডের অভিযানিক দলের সদস্যরা।
রবিবার (১১ মে) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হানুন-অর-রশীদ এ তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ মে সকাল নয়টা থেকে মধ্যরাত একটা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলা কর্তৃক হিজলা থানাধীন শাওরা সৈয়দখালী ও সাওরারচর এলাকা সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৩টি ড্রেজার, ৩৬টি বাল্কহেড, নগদ এক কোটি ১২ লাখ ৯৮ হাজার ২৪০ টাকা, ২০ গ্রাম গাঁজা এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি স্পিডবোটসহ ছয়জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো-আবুল বাসেদ, মাসুদ হোসেন, মো. মহিউদ্দিন, রাব্বি দেওয়ান, জান্নাতুল বাকি ও মো. সৈকত। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত দুস্কৃতিকারীরা দীর্ঘদিন যাবত ওই এলাকায় চাঁদাবাজি করে আসছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি এবং টহল অব্যাহত রেখেছে। ফলশ্রুতিতে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম বহুলাংশে হ্রাস পেয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।