গ্যাস সরবরাহ কিছুটা কম থাকার কারণে আগামী কয়েক দিন কিছু জায়গায় গ্যাস সংকট থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিবিয়ানা ও তিতাস গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েক দিন গ্যাস উৎপাদন কিছুটা হ্রাস পাবে। এ অবস্থায় তিতাস গ্যাস অধিভুক্ত কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।