গজারিয়ায় মামলায় স্বাক্ষী দেওয়ায়একাধিক বাড়িঘর ভাংচুর ও লুট

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৬:৫০ পিএম
গজারিয়ায় মামলায় স্বাক্ষী দেওয়ায়একাধিক বাড়িঘর ভাংচুর ও লুট

মুন্সীগঞ্জের গজারিয়ায় মামলায় স্বাক্ষী দেওয়ায় একাধিক বাড়িঘর ভাংচুর,স্বর্ণালংকার,নগদ টাকা,৭টি গরুসহ বিভিন্ন মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০মে) রাত ৯ ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দকাউনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।জানা যায়,স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী বেকু হাসান এর নেতৃত্বে ৩০/৪০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রে স্বজ্জিত হয়ে ফিরোজ সরকার ও আব্দুল বাসেত এর বসত বাড়িতে হামলা চালিয়ে ঘর বাড়ি ভাংচুর করে ১৩ ভরি স্বর্ণালংকার,নগদ আট লক্ষ টাকা, ৭টি গরু লুট করে নিয়ে যায়।এ সময় এলাকায় আতংক সৃষ্টি করার জন্য তাঁরা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে।

ভুক্তভোগী ফিরোজ সরকার বলেন,আমি একজন কৃষিজীবি মানুষ,নদীতে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করি,গ্রামের আব্দুল বাসেত এর একটি মামলায় আমি স্বাক্ষী দেওয়ায়,সন্ত্রাসী হাসান এর নেতৃত্বে আমার বাড়িঘর ভাংচুর চালিয়ে ৩ভরি সোনা,জমি বিক্রির নগদ ৩লক্ষ টাকা নিয়ে আমাকে নি:স্ব করে দিছে।

আরেক ভুক্তভোগী আব্দুল বাসেত এর স্ত্রী জোৎস্না বেগম কান্না জড়িত কন্ঠে বলেন,আমাদের অবশিষ্ট আর কিছু নাই,বাড়িঘর ভেঙ্গে চুরমার করে দিছে,এক সপ্তাহ আগে ছেলে বিদেশ থেকে আসছে,ঘরে নগদ ৫লক্ষ টাকা,১০ভরি গহনা আর গোয়াল ঘরে ৩টি গাভী সহ ৭টি গরু ছিল,সব নিয়ে গেছে,আমরা এখন পথের ফকির।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান,চর চৌদ্দকাউনিয়া একটা শান্ত,নিরীহ গ্রাম ছিল কিন্তু গত কয়েক বছর যাবৎ মাদকাসক্ত বেকু হাসান এর কারণে প্রতি নিয়ত সন্ত্রাসী কর্মকান্ড চলছে,যার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে গ্রামের নিরীহ,শান্তি প্রিয় মানুষ। 

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন,খবর পেয়েই  আমি ঘটনাস্থলে পৌঁছাই,অভিযোগ পেয়েছি, এই ঘটনায় জড়িতদের আটকে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে'।

আপনার জেলার সংবাদ পড়তে