নন্দীগ্রামে আ'লীগ নেতা সহ গ্রেফতার দুই

এফএনএস (মোঃ ফিরোজ কামাল ফারুক; নন্দীগ্রাম,বগুড়া) : : | প্রকাশ: ১১ মে, ২০২৫, ০৬:৫১ পিএম
নন্দীগ্রামে আ'লীগ নেতা সহ গ্রেফতার দুই

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগ নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা যায়, শনিবার (১০এপ্রিল) রাতে পুলিশ উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানি এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (৩৮) কে গ্রেফতার করে। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ।

একই রাতে পুলিশ উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিশিন্দারা গ্রামে অভিযান চালিয়ে ওয়ারেন্ট মুলে আব্দুল হাকিমের পুত্র শামীম হোসেন কে গ্রেফতার করে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের রোববার (১১ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদলতে প্রেরণ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW