কুড়িগ্রামের রাজারহাটের দূর্গম চরাঞ্চলের ডাবু দিয়ে জুয়া খেলার সময় পুলিশ ৩ জয়াড়ীকে গ্রেফতারসহ জুয়ার সরঞ্জামাদী আটক করেছে। রোববার(১১মে) দুপুরে আটককৃতদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার চর বিদ্যানন্দের একটি ভূট্টাক্ষেতে দীর্ঘদিন ধরে জুয়াড়ীরা জুয়া খেলে আসছে। এতে উঠতি বয়সী যুবকরা জুয়া খেলে সর্বশান্ত হয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(১০মে) রাত সোয়া ১১টার দিকে রাজারহাট থানার এসআই বিকাশের নেতৃত্বে একদল পুলিশ নৌকা নিয়ে তিস্তা নদী পাড় হয়ে দূর্গম চর বিদ্যানন্দের ভূট্টাক্ষেতে ছুটে গিয়ে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ারখাতা গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে বাবু মিয়া(৫৫), নাজিমখান ইউনিয়নের নাজিমখান এলাকার মৃত কাদেরের ছেলে নুর জামাল(৪০)ও উলিপুর উপজেলার চর রতিদেব গ্রামের শুটকু মিয়ার ছেলে রাসেল(১০) কে হাতে-নাতে আটক করে। এসময় আরও অজ্ঞাত নামা ১৫/১৬জন জুয়াড়ি পালিয়ে যায়। পুলিশ জুয়া খেলার ১টি ডাবু, ১টি ফর, ১১টি গুটি,১টি ব্যাটারী, ১টি লাইটসহ নগদ ১০হাজার ৭৫০টাকা উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে রাজারহাট থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের হয়েছে।
আটককৃত জুয়াড়িদের রোববার(১১মে) দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাতে প্রেরন করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ মো. তছলিম উদ্দিন নিশ্চিত করেছেন।