বাবুগঞ্জের কেদারপুরে দীর্ঘ প্রতীক্ষিত কেদারপুর-দেহেরগতি সীমান্তবর্তী সংযোগ ব্রীজের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার ১১ মে সকাল ১১ টায় এ ব্রিজ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে ৩৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের এ ব্রিজের মোট ব্যয় ধরা হয়েছে ৩৮ লাখ টাকা রবিবার সকাল ১১ টায় দোয়া ও মিলাদের মধ্য দিয়ে এ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হাসানুজ্জামান আর্মি খোকন, কেদারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মুসা আলী, ইউপি সদস্য মোঃ ইব্রাহিম বিশ্বাস, সমাজসেবক ও সাবেক সেনা সদস্য মোহাম্মদ মাসুদ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাকিম মল্লিক, কেদারপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তৌফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এই ব্রিজটি দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এবং এটি ব্যবহারে একেবারেই অনুপযোগী থাকায় আশেপাশের এলাকার মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়েছে। এমনকি ব্রিজটি সংস্কার কিংবা পূর্ণ নির্মাণের ব্যাপারে একাধিক বার স্থানীয়রা জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও কোন সমাধান পাননি। এ ব্যাপারে জনপ্রিয় অনলাইন পেজ বাবুগঞ্জ বার্তায় সরাসরি লাইভ এর মাধ্যমে গত ২৩ এপ্রিল সংবাদ প্রচার করেন যেটি উপজেলা প্রশাসনের নজরে আসে।
সর্বশেষ কেদারপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক হাসানুজ্জামান আর্মি খোকন, মোঃ মাসুদ মল্লিক, ইউপি সদস্য মুসা আলী, উপজেলা নির্বাহী অফিসার কে অনুরোধ করেন এ সময় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ দুর্ভোগের কথা চিন্তা করে নির্মাণের জন্য বরাদ্দ দেন।