পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য যুবলীগ নেতা সন্ত্রাসী নাসির হাওলাদারকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, চুরি অপরাধের অভিযোগে একাধিক মাামলা রয়েছে। সন্ত্রাসী নাছিরকে ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকার ভাংগা প্রেস থেকে রবিবার বিকেলে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। নাসিরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর থানার ওসি মোঃ রবিউল ইসলাম।
ওসি রবিউল জানিয়েছেন, নাসিরের বিরুদ্ধে বিস্ফোরক আইনসহ, চাঁদাবাজি, হত্যা চেষ্টা, চুরির অভিযোগে পিরোজপুর সদর থানায় গত ০৭ এপ্রিল পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য ও সাংবাদিক মো. জহিরুল ইসলাম কলিমের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় ইতিপূর্বে তার মামা কৃষকলীগের জেলা সভাপতি চান মিয়া মাঝিকেও গ্রেফতার করা হয়।
তিনি জানান, নাসিরের বিরুদ্ধে করা ০৪/৬২ (তাং০৭-০৪-২০২৫) নং মামলার রিকুইজিশন যাত্রাবাড়ী থানায় পাঠানো হলে সেখানকার পুলিশ যাত্রাবাড়ী ভাংগা প্রেস এলাকা থেকে তাকে গ্রেফতার করে পিরোজপুর থানায় পাঠায়।