নাটোরের সিংড়ায় পাওয়ার টিলারের টুলবক্সে করে ৩৬৫ বোতল ফেন্সিডিল পাচার কালে দুই ভাইকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) রাজশাহী গোয়েন্দা শাখা। এবিষয়ে রোববার রাত ৮টায় সিংড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে। এর আগে সন্ধ্যায় উপজেলার শেরকোল শাহী বাজার এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি পাওয়ার টিলারের টুলবক্সে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। সেখান থেকে মাদক কারবারি দুই সহোদর ভাইকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর গোপাল নগর দক্ষিণপাড়ার হযরত আলী দুই ছেলে মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) ও শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫)। সিংড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) রফিকুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।