পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০২:৫১ পিএম
পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

“আমাদের নার্স, আমার ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ মে) সকালে নার্সিং কর্মকর্তাবৃন্দ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

বর্ণাঢ্য র‌্যালিটি হাসপাতাল চত্ত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেমিনার কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খানের সভাপতিত্বে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ড. দৌলত হোসেন ভূঞা, পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহজাহান, নার্সিং সুপারভাইজার মো. হেলাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র স্টাফ নার্স ডালিয়া আক্তার মৌ। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে