বিরলে বৃদ্ধকে বেধড়ক মারধর, থানায় অভিযোগ দায়ের

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) :
| আপডেট: ১২ মে, ২০২৫, ০৪:৩৮ পিএম | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৪:৩৮ পিএম
বিরলে বৃদ্ধকে বেধড়ক মারধর, থানায় অভিযোগ দায়ের

বিরল উপজেলায় প্রতিবেশির লিচুগাছের ডালের ভাড়ে বসতবাড়ীর টিনের চাল ক্ষতিগ্রস্থ হওয়ার কথা বলতে যাওয়ায় মোঃ আজাহারুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধকে মারধর করেছে এলাকার এক কুখ্যাত মাদক ব্যবসায়ীসহ প্রতিপক্ষরা। শনিবার (১০ মে ২০২৫) সকাল ৯ টার সময় নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহত বৃদ্ধ বিরল থানার ৬ নং ভান্ডারা ইউনিয়নের বেতুড়া গ্রামের বাসিন্দা মৃত আমজাদ হোসেন এর ছেলে। ধারালো অস্ত্রের আঘাতে হাতের কবজির উপরে ৮টি সেলাই করা অবস্থায় বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযুক্ত মোঃ আক্তারুল ইসলাম (৪০) বেতুড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে ও কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ জামিল (৩১) একই গ্রামের মোঃ আফছার আলীর ছেলে। এ ঘটনায় আহত বৃদ্ধের ছেলে মোঃ ইমরান হোসেন (২৯) বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে সাথে আরও ২/৩ জন কে অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগীর ছেলে অভিযোগে জানান, মোঃ জামিল এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে এলাকায় গোপনে ও প্রকাশ্যে মাদক বিক্রয় করে থাকে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতিপূর্বে আনুমানিক ৮-৯ টি মামলাও রয়েছে। তার প্রকাশ্য মাদক ব্যবসা বন্ধ করার লক্ষ্যে আমি সহ এলাকার আরো স্থানীয় গন্যমান্য ব্যক্তি তার মাদক ব্যবসা বন্ধ করার জন্য বাঁধা দিলে সে আমাকেসহ স্থানীয় লোকজনদের বিভিন্ন প্রকার ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকি দিতে থাকে। এমনিভাবে চলাকালিন আমার প্রতিবেশী মোঃ আক্তারুল ইসলাম (৪০) এর লিচু বাগানের পাশে আমার বসত বাড়ীর টিনের চালে ডালপালা বেড়ে আসছে এবং টিনের চালায় লিচু গাছের পাতা পড়ে টিনে মরিচা লেগে পানি জমা হয়ে থাকে। যার কারণে আমাদের শয়ন ঘরের টিন ছিদ্র হয়ে ঘরের ভিতরে পানি পড়ার আশংকা রয়েছে। তাই গত ১০মে শনিবার সকাল ৯ টায় আমার পিতা ঘরের টিন নষ্ট হওয়ার আশংকা থাকায় মোঃ আক্তারুল ইসলাম (৪০) কে বলে বতর্মান লিচু ফল উত্তোলনের পরে আমার টিনের উপরে থাকা লিচু গাছের ডাল কেটে দেয়ার জন্য। একথা বলা মাত্রই সে আমার পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারপিট করার চেষ্টা করে এবং বলে সে আমার শয়ন ঘরের টিনে চালের উপরে থাকা তার লিচু গাছের ডাল কাটবে না কি করার আছে করতে বলে। সেই সময় আমার বাবা প্রতিবাদ করলে উপরোক্ত মোঃ আক্তারুল ইসলাম (৪০) মাদক ব্যবসায়ী জামিল কে ডেকে নিয়ে আসে এবং হুকুম দিয়ে বলে বেটা শালাকে মেরে লাশ বানিয়ে দাও। হুকুম পাওয়া মাত্রই জামিল আমার বাবাকে এলোপাথারিভাবে কিল ঘুষি মারপিট করে বুকে, পিঠে, হাত, পা, মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা ও কালোশিরা জখম করে এবং মোঃ আক্তারুল ইসলাম (৪০)  সে মহুর্তে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। আমার বাবা ডাকচিৎকার করলে মোঃ আক্তারুল ইসলাম (৪০) এর হাতে থাকা ধারালো চাকু দ্বারা আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ মারার চেষ্টা করলে আমার বাবা বুঝতে পেরে দুই হাত দ্বারা ঠেকানোর চেষ্টা করলে আমার বাবার বাম হাতে তালুর উপরে কব্জি সংলগ্ন লেগে গুরুতর আঘাত প্রাপ্ত হয়। পরে আরও কয়েকজন পুরুষ ও মহিলা তাদের পক্ষ হয়ে ঘটনাস্থলে আসে এবং তাদের হাতে থাকা সাবল ও লোহার রড দিয়ে আমার বাড়ীর সদর দরজা ও শয়ন ঘরের জানালায় আঘাত করলে দরজা ও জানালার ব্যাপক ক্ষতি হয়। পরবর্তীতে আমার বাবাকে গুরুতর আহত অবস্থায় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার পিতার গুরুতর আহত অবস্থা আশংকাজনক দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য বদলী করলে আমরা দ্রুত আমার বাবাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করাই। বর্তমানে আমার বাবা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

এবিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুর জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার জেলার সংবাদ পড়তে