নাশকতার মামলায় আ'লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৪:৪১ পিএম
নাশকতার মামলায় আ'লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার

বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার মামলায়  সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা (৪৭) কে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ।রবিবার (১১মে) রাত পৌনে ১২টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সিংহের শিমলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেপ্তারকৃত সেলিম রেজা ওই গ্রামের মোঃ আব্দুস সাত্তার মল্লিকের ছেলে এবং বাংলাদেশ আওয়ামী লীগ (নিষিদ্ধ ঘোষিত) শেরপুর উপজেলার ৯নং সীমাবাড়ী ইউনিয়ন শাখার দপ্তর সম্পাদক।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সেলিম রেজা গত ২৮ সেপ্টেম্বর তারিখে দায়েরকৃত বিএনপির অফিস ভাংচুর ও বিস্ফোরক মামলায় তদন্তে প্রাপ্ত আসামী। তাকে সোমবার বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW