হাওর-বিলে প্রাকৃতিক খাদ্য বাড়াতে কমলগঞ্জে মাছের রেনু অবমুক্তকরন

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৪:৫০ পিএম
হাওর-বিলে প্রাকৃতিক খাদ্য বাড়াতে কমলগঞ্জে মাছের রেনু অবমুক্তকরন

হাওর-বিল ও জলাশয়ে প্রাকৃতিক খাদ্য বাড়াতে বিল নার্সারী কার্যক্রমের অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলার দু’টি নার্সারীতে মাছের রেনু অবমুক্ত করা হয়েছে। পতনঊষারের মোকাবিল ও কেওলার হাওরকে কেন্দ্র করে পতনঊষার ইউনিয়নের দু’টি নার্সারীতে ২ কেজি রেনু অবমুক্ত করা হয়। কমলগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে রোববার সকাল সাড়ে ১০ টায় রেনু অবমুক্ত করা হয়।

জানা যায়, ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় পতনঊষার ইউনিয়নের মোকাবিল ও কেওলার হাওরকে কেন্দ্র করে রুই, কাতলা, মৃগেল প্রজাতির ২ কেজি রেনু অবমুক্ত করা হয়। এসময়ে মাছের খাবারও বিতরণ করা হয়। রেনু অবমুক্তকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর মৌলভীবাজার জেলা অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. শাহনেওয়াজ সিরাজী, কমলগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহিদুর রহমান সিদ্দিকীসহ অন্যান্যরা। মাছের রেনু থেকে পোনা হওয়ার পর সেগুলো স্থানীয় বিল ও হাওরে অবমুক্ত করা হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে