সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়ন শ্রমিক দলের সহ সভাপতি আবুল হাশেম আলী সেখ সন্ত্রাসী হামলা ও মারপিটের শিকার হয়েছেন। গত রবিরার ১১ মে রাত আনুমানিক ১০ টার দিকে সলঙ্গা থেকে বাড়ি ফেরার পথে চর ধুবিল প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে হাশেমকে হত্যার উদ্দেশ্য হামলা মারপিট করে। আহত হাশেম জানান, হামলাকারীরা একই গ্রামের ছারোয়ার হোসেনের ছেলে ছাত্র লীগের কর্মী আল আমিন ও হাফিজুল, ধুবিল মেহমান শাহী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে এরশাদ আলী। তারা অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে বেধড়ক মারপিট করে। আমার আর্ত-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় সলঙ্গা থানা মামল প্রস্তুতি চলছে। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (অসি) মোকলেছুর রহমান বলেন, এ বিষয়ে থানায় এখনও কোন অভিযোগ দেয়া হয় নাই। তবে, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে