নাটোরের লালপুরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাই প্রতিযোগিতা বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর-২০২৪) উপজেলায় একমাত্র কেন্দ্র লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ে (বিএম সংযোজিত) পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২টায় সমাপ্ত হয়। মেধা বিকাশে অনন্য প্রাথমিক পর্যায়ের এ পরীক্ষায় চলতি বছর উপজেলার ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এর মধ্যে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়ন হতে সর্বোচ্চ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এছাড়া উপজেলার গোপালপুর পৌরসভা, লালপুর, আড়বাব ও ২নং ঈশ্বরদী ইউনিয়নে ১০টি করে, চংধুপইল ও ওয়ালিয়া ৯টি করে, বিলমাড়িয়া ৬টি এবং দুয়ারিয়া ইউনিয়ন হতে ৩টি প্রতিষ্ঠান অংশ নেয়। এ পরীক্ষায় উপজেলার ৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর ৪শ ৮১জন মেধাবী শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করে। এর মধ্যে ১৭৫ জন ছাত্র ও ৩০৩ জন ছাত্রী । এর মধ্যে ৪শ ৭৫জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে। অনুপস্থিত ছিল ৩জন ছাত্র ও ৩জন ছাত্রী সহ ৬জন পরীক্ষার্থী। উল্লেখ্য - লালপুরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষে ২০১২ সাল হতে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা আদম আলী'র জৈষ্ঠ্য সন্তান পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ, প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরীয়া পারভিন, বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আদম আলী'র কন্যা বিশিষ্ট আইনজীবী আরজুমান্দ আরা পুষ্পু, কেন্দ্র সচিব লালপুরী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় শিক্ষক খাজা শামীম মোঃ ইলিয়াস হোসেন, পাবলিক লাইব্রেরির সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, গ্রীন ভ্যালী পার্কের পরিচালক (প্রশাসন) শামসুজ্জোহা, বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষাবৃত্তির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পরীক্ষা নিয়ন্ত্রক ফেরদৌস রহমান মনি। এ উপলক্ষে পাবলিক লাইব্রেরির আয়োজনে ও প্রাকীর্তি ফাউন্ডেশনের সহযোগিতায় "পরিবারই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র" এই স্লোগানকে সামনে রেখে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি কমিটির সাবেক সভাপতি ওয়ারেস মো. ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আদম আলী'র জৈষ্ঠ্য সন্তান ও পুলিশের অতিরিক্ত ডিআইজি আলমগীর কবির পরাগ। উপস্থিত ছিলেন প্রাকীর্তি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরিয়া পারভীন, প্রাকীর্তি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাসিবুল ইসলাম, নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, পরিচালক আমিনুল ইসলাম টমি, আশরাফুল আলম লুলু, আনোয়ারুল হক, সুলতানুজ্জামান টিপু, ওয়ালিউর রহমান কিরন, আরিফুল ইসলাম, গোলাম সরওয়ার মিলন, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক তৌফিক সরোয়ার চপল প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং তাদের প্রতিভা বিকাশের পথ সুগম হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। উল্লেখ্য- আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২ টায় পাবলিক লাইব্রেরী চত্বরে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।