গজারিয়ায় বোমা নিস্ক্রিয় করণে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৬:১৭ পিএম
গজারিয়ায় বোমা নিস্ক্রিয় করণে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দী ইউনিয়ন এর আড়ালিয়া গ্রামে বোমা নিস্ক্রিয় করণ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বি,এন,পি।

সোমবার(১২মে)দুপুর ৩ঘটিকায় জেলা বিএনপি'র সদস্য সচিব মো:মহিউদ্দিন আহমেদ ও স্থানীয় উপজেলা বি,এন,পি'র নেতাদের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ দুই লক্ষ টাকা তুলে দেন

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম এর হাতে তুলে দেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান,উপজেলা বিএনপি'র আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,সাবেক কেন্দ্রীয় যুবদল নেতা মোতাহার হোসেন জাহাঙ্গীর,  উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, বোরহান উদ্দিন ভূঁইয়া,মাহবুব আলম খাঁন, ইঞ্জি:মুকবুল আহমেদ রতন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম জসিম, বিএনপি নেতা আনিসুর রহমান ইস্পাহানী,মনির হোসেন সরদার,রনি মাষ্টার,মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাদী ইসলাম ইসলাম বাবু,মাসুম আহমেদ, জেলা মৎসজীবি দল নেতা আলমগীর হোসেন সানি,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাদিম মাহমুদ অপু প্রমুখ।

উল্লেখ্য, সোমবার (২৮ এপ্রিল) সকাল গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মসজিদ সংলগ্ন হানিফের কৃষি জমিতে মাটি কেটে আইল বানাতে গিয়ে একটি মর্টার শেল উদ্ধার করা হয়। স্থানীয়রা এটিকে প্রথমে সীমানা পিলার মনে করলেও পরবর্তীতে পুলিশ জানায় এটি একটি অবিস্ফোরিত মর্টার শেল। পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৭টা ৫৬ মিনিটে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। শেল নিষ্ক্রিয় করার সময় ঘটা বিস্ফোরণে গ্রামটির শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে