মুন্সীগঞ্জে আ’লীগের ক্যাডার চাক্কু মিলন গ্রেফতার

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৬:২০ পিএম
মুন্সীগঞ্জে আ’লীগের ক্যাডার চাক্কু মিলন গ্রেফতার

৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত অন্তত ২ টি হত্যা সহ ১৪ মামলার আসামী ,ফ্যাসিষ্ট আওয়ামীলীগের ক্যাডার চাক্কু মিলনকে(৩৩) গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে জেলা শহরের লিচুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি চাকুও জব্দ করা হয়। 

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীর ওপর হামলায় অন্যতম অভিযুক্ত মিলন মিজিকে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টায় লিচুতলা থেকে গ্রেফতার করা হয়েছে।  এছাড়া তার বিরুদ্বে নারায়নগঞ্জ-মুন্সীগঞ্জে ২ টি হত্যা সহ ১৪টির অধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী মিলন শহরের দক্ষিণ কোর্টগাও গ্রামের আক্কাছ মিঝির পুত্র। তিনি আরো জানান গ্রেফতারকৃত শহরের কুখ্যাত সন্ত্রাসী মিলনের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে