৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত অন্তত ২ টি হত্যা সহ ১৪ মামলার আসামী ,ফ্যাসিষ্ট আওয়ামীলীগের ক্যাডার চাক্কু মিলনকে(৩৩) গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে জেলা শহরের লিচুতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি চাকুও জব্দ করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীর ওপর হামলায় অন্যতম অভিযুক্ত মিলন মিজিকে গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২টায় লিচুতলা থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্বে নারায়নগঞ্জ-মুন্সীগঞ্জে ২ টি হত্যা সহ ১৪টির অধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী মিলন শহরের দক্ষিণ কোর্টগাও গ্রামের আক্কাছ মিঝির পুত্র। তিনি আরো জানান গ্রেফতারকৃত শহরের কুখ্যাত সন্ত্রাসী মিলনের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।