কপিলমুনিতে আইচক্রীম কারখানায় জরিমানা

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৭:১৪ পিএম
কপিলমুনিতে আইচক্রীম কারখানায় জরিমানা

খুলনার পাইকগাছায় কপিলমুনিতে নোংরা পরিবেশ ও নিম্নমানের উপকরণ সামগ্রীতে আইচক্রীম উৎপাদন ও বাজারজাতসহ নানা অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিক আইচক্রীম ফ্যাক্টরীর মালিক নগরশ্রীরামপুর গ্রামের তুষার বিশ্বাস নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।সোমবার (১২ মে) দুপুর ১২টার দিকে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে এ দন্ডাদেশ প্রদান করেন। আদালতের প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মন্ডল। এসময় আদালত তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯, এর ৩৭ ও ৪৪ ধারা মোতাবেক ১০,০০০/=(দশ হাজার) টাকা জরিমানা আদায় করেন।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেশকার তুহিন, আনসার সদস্যবৃন্দ ও হিরম্ময়।

আপনার জেলার সংবাদ পড়তে