গাজীপুরের টঙ্গীতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকমীরা। শুক্রবার বিকেলে টঙ্গী নতুনবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টঙ্গী-কালীগঞ্জ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ বীর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবগঠিত টঙ্গী পূর্ব থানা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক রনি দেওয়ান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, বিএনপি নেতা দুলাল, মামুন, শাহিন, যুবদল নেতা উজ্জ্বল, ফারুক মৃধা, মিথুন, বাসু, খোকন, বিপ্লব, আলম, মনির, টিপু, ছাত্রদল নেতা আশরাফুল, সাদি, ফাহিম প্রমুখ। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানকে পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকার ঈর্ষাণ্বিত হয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশান্তরি করে রেখেছিল। এমনকি টঙ্গী সরকার পরিবারের প্রভাবশালী বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারকে মিথ্যা মামলা দিয়ে আজ প্রায় ২০ বছর যাবত কারাবন্ধি করে রেখেছে। অবিলম্বে নুরুল ইসলাম সরকারকে নি:শত মুক্তি না দিলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।