কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৭:১৬ পিএম
কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনায় যাত্রীবাহী বাসটি খাদে ফেলে দিয়ে চালক ও হেলপার  পলাতক রয়েছে। 

নিহতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবির মাহমুদ গ্রামের  নিবারণ চন্দ্রের ছেলে সঞ্জয় চন্দ্র (২৭) ও একই উপজেলার মাস্টার পাড়া গ্রামের মৃত আজিম উদ্দিন এর ছেলে মোঃ বেলাল হোসেন (৪০)।

রোববার  ( ১২ মে) দিবাগত রাতে রংপুর- কুড়িগ্রাম ও লালমনিরহাট মহাসড়কের কাউনিয়া উপজেলার মীরবাগ বুড়াইল ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত দুইটার সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা শাহ আলী পরিবহন নামে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন  তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিৎসকাদের মৃত ঘোষণা করেন।  এই ঘটনার পর থেকে যাত্রীবাহী ওই বাসটি রাস্তার পাশে খাদে ফেলে দিয়ে চালকও হেল্পার পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় যান চলাচলা চলাচল স্বাভাবিক হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ।  তিনি জানান, বিষয়টি পুলিশ জানার পরেই লাশ উদ্ধারে সহায়তা করে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনায়  সড়ক দুর্ঘটনায় নিয়ে একটি মামলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে