চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটিকে সংবর্ধনা

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১২ মে, ২০২৫, ০৭:৩৮ পিএম
চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটিকে সংবর্ধনা

চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২মে) সকাল ১১টায় বিদ্যালয়ে হল রুমে প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ বাড়ৈ এর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে  শুরু হয় । নবনির্বাচিত সভাপতি মোঃ শোয়েব হোসেন গাজীর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য  শেখ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু,যুগ্ম আহবায়ক মোঃ শিপন  মুন্সি, সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ছাত্র দল সভাপতি  গোলাম ফারুক( বুলু), উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা  মনিরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান আরও অনেকে। সভায় নবনির্বাচিত সভাপতি মোঃ শোয়েব হোসেন গাজীকে ফুল ও মালা দিয়ে বরণ করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, অভিভাবক, ব্যবসায়ী, শিক্ষক ও ছাত্রীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা জয়নুল পারভেজ সুমন।

আপনার জেলার সংবাদ পড়তে