গাজীপুরের ঐতিহ্যবাহী কাপাসিয়া ডিগ্রি কলেজ গভর্নিং বডি'র নবগঠিত সদস্যদের পরিচিতি, বরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১২ মে সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলেজ গভর্নিং এডহক সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। শিক্ষক পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং নির্বাচন কমিশনের সদস্য আনোয়ার সাদেকের পরিচালনায় বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি প্রফেসর একেএম মাজহারুল ইসলাম, গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, আজীবন দাতা সদস্য ফাতেমা বিনতে দোহা, বোর্ড মনোনীত প্রতিনিধি ও সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ ইকবাল হোসেন শেখ, বিদ্যুৎসাহী সদস্য (জাতীয় বিশ্ববিদ্যালয়) অ্যাডভোকেট মোঃ আজিজুর রহমান বাবুল, অভিভাবক প্রতিনিধি মেজবাহ্ উদ্দিন, বিল্লাল হোসেন, আসাদুজ্জামান সবুজ, শিক্ষক প্রতিনিধি জাহানারা বেগম, কাজী বোরহান উদ্দিন, লুৎফর রহমান, কলেজের প্রাক্তন শিক্ষক ও কাপাসিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন প্রমুখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, গাজীপুর জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন খান, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মীর মাসুদ করিম, বিএনপি নেতা মেহেদী হাসান বাচ্চু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন সরকার, সদস্য সচিব আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। উল্লেখ্য, কাপাসিয়া এসোসিয়েশনের সভাপতি তৎকালীন পূর্ব পাকিস্তানের খাদ্য ও কৃষি মন্ত্রী মরহুম ফকির আব্দুল মান্নান এর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৫ সালে প্রতিষ্ঠা করেন কাপাসিয়া কলেজ। পরবর্তীতে সাবেক পাট মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ এই কলেজের সভাপতির দায়িত্ব পালন করেন। সম্প্রতি হান্নান শাহ্'র সুযোগ্য উত্তরসূরী কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান এডহক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এই কলেজটি এ অঞ্চলের অতি প্রাচীনতম কলেজ। বিগত সরকারের সময় উপজেলা সদরে অবস্থিত 'কাপাসিয়া ডিগ্রি কলেজ'টি বাদ দিয়ে নীতিমালা লঙ্গন করে ১০/১২ কিলোমিটার দূরের প্রত্যন্ত অঞ্চলের একটি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। এ নিয়ে কাপাসিয়ার সচেতন মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মতবিনিময় সভায় বক্তারা বলেন, কাপাসিয়া কলেজটি সরকারি করণের ক্ষেত্রে চরম ভাবে বৈষম্যের শিকার হয়েছে। বর্তমান পরিস্থিতিতে উপজেলা সদরের প্রাচীনতম কলেজ হিসাবে 'কাপাসিয়া ডিগ্রি কলেজ'টি সরকারীকরণের দাবি রাখে। উপস্থিত গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অনতিবিলম্বে সরকারি করণে যথাযথ কর্তৃপক্ষের নিকট দাবি করেন। #