টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক ও টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান, সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসের উদ্দিন খান পিএসসি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় সভায় জেলার আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।