ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এজেন্ট ব্যাংকিং দিঘলিয়া উপজেলার সেনহাটি বাজার আউটলেটের উদ্যোগে এজেন্ট শাখা কার্যালয়ে ১ম বর্ষ পুর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ বর্ষপুর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর জুট মিলসের ডিজিএম ফাইনান্স চিন্ময় কুমার দে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এজেন্ট ব্যাংকিং খুলনা বিভাগীয় জোনাল ম্যানেজার শীব শংকর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দিঘলিয়ার সেনহাটি বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিচালক জিএম আলী আবদার রাজু, ইস্পাহানী দিঘলিয়া এরিয়া পরিচালক শরিফুল ইসলাম, ব্লুনেট কমিউনিকেশন পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু, মেসার্স শওকাত এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আঃ কাদের জনি, ঐইওতত এর ম্যানেজার একাউন্টস মোঃ সেলিম মোল্লা, ওঋওঈ ইধহশ ঝিনাইদহ ব্রাঞ্চ এর ব্রাঞ্চ ম্যানেজার অনিক কুমার সাহা, সৌরভ এন্টারপ্রাইজ সেনহাটি বাজার এর পরিচালক মোল্লা ফারুক হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর সিনিয়র অফিসার মোঃ রাফেল কবির, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সাংবাদিক এস এম মেহেদী হাসানসহ এলাকার বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।