জুলাই গণঅভ্যুত্থানে পিরোজপুরে আহত ‘সি’ ক্যাটাগরি যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রাপ্ত ওই চেক সোমবার বিকেলে পিরোজপুর জেলা প্রশাসকের মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়।
পিরোজপুর জেলার ৯২ জন ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের প্রত্যেককে ১ লক্ষ টাকার চেক হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) নাসরিন জাহানসহ জেলার সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি জুলাই যোদ্ধাদের জন্য একটি সম্মাননা। জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের পাশে সরকার সব সময়ই থাকবে। তাদের যাবতীয় সহযোগিতায় ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।