চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়নের বেলতলী বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত ১২ মে সোমবার দিবাগত রাত ৮ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে অতিথি হিসেবে কার্যালয় উদ্বোধন করেন আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দিন শাহ।
রসুলপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে এসময় আব্দুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোকাররম হোসেন মুকুল, জিয়া পরিষদের সভাপতি সহকারি অধ্যাপক রেজাউল করিম মানিক, বিএনপি নেতা মশিউর রহমান মুকুল, আকতার হোসেন, ফরিদ হোসেন, আব্দুল হামিদ প্রমূখ বক্তব্য রাখেন।