ভূঞাপুরে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৩:০৩ পিএম
ভূঞাপুরে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ

টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ভূঞাপুর উপজেলা ও পৌর এলাকার প্রান্তিক কৃষকেদের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার  বিতরণ করা হয়েছে।

এতে উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৫ শত কৃষকের মাঝে এগুলো বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচীতে জনপ্রতি  ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচিটির উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ্ খান। তিনি বীজ ও সার বিতরণ কর্মসূচিটির উদ্বোধন করেন।

উপজেলা কৃষি  অফিসার মোহাম্মদ মোখলেছুর রহমান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা য্বুদলের যুগ্ম আহবায়ক, রাজিব হোসেন কফিল সহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে