শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৪:১০ পিএম
শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা

মোল্লাহাটে শহীদ হেমায়েত উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম মিয়াকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষক উম্মে হামিমাসহ সকল শিক্ষক-শিক্ষিকা এই শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইকরামুল হক সাবু, বিদ্যালয়ের শিক্ষক হেদায়েত উল্যাহসহ অন্যানরা।

শুভেচ্ছা গ্রহণকালে সভাপতি মোঃ জাহিদুল ইসলাম মিয়া বলেন, বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ উন্নয়ন ও পাঠদান কার্যক্রম আরও কার্যকর করতে শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বয়ে কাজ করতে হবে। তিনি বলেন, প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে এবং ভবিষ্যতে তা আরও উজ্জ্বল করতে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে