ভালুকায় ভুঁয়া সম্বনয়ক গ্রেফতার

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৪:৩৩ পিএম
ভালুকায় ভুঁয়া সম্বনয়ক গ্রেফতার

গত ১২ মে সোমবার সন্ধায় ভালুকার মাস্টারবাড়ী এলাকা থেকে মোশারফ হোসেন (২৫) নামের এক ভুঁয়া সম্বনয়কে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসী অটক করে পুলিশে সোর্পদ করেছে।  মঙ্গলবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকার মাস্টারবাড়ী এলাকার লিচু ব্যবসায়ী আজমুল মিয়া পাশেই আরিফ পোষাক কারখানার সামনে বসে লিচু বিক্র করছিলেন।এসময় মোশারফ হোসেন নিজেকে সম্বনয়ক পরিচয় দিয়ে আজমূল মিয়ার কাছে ৫০ হাজার টাকা চাদঁ দাবি করেন। আজমুল চাঁদা দিতে অস্বকৃতি জানালে লাথি মেরে লিচুর খাচাসহ ফেলে দেয়। চাঁদার টাকা না দিলে ওই স্থানে ব্যবসা করতে দেবেন বলে হুমকি প্রদান করে। এ ঘটনা আশ পাশের দোকানদার ও স্থানীয়রা দেখে এগিয়ে আসলে মোশারফ হোসেন তাদেরকেও ভয়ভীতি ও হুমকি দেন। একপর্যায়ে নিজেকে সম্বনয়ক পরিচয় দিয়ে স্থানীয়দের সাথে হাতাহাতি শুরু করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ চাদাঁবাজির অভিযোগে তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। ভুঁয়া সম্বনয়ক মোশারফ হোসেনে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার লাউটিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। সে ভালুকার মাস্টারবাড়ী ্এলাকায় বাসা ভাড়ায় থেকে স্বামী-স্ত্রী পোষাক কারখানায় কাজ করে।

ভুঁয়া সম্বনয়ক মোশারফ হোসেন জানান,তাকে ভুয়া সম্বনয়ক বানানো হয়েছে। সে বিএনপি পরিবারের লোক। 

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় চাদাঁবাজির অভিযোগে মামলা হয়েছে। ভুয়া সম্বনয়ক মোশারফ হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে