আগৈলঝাড়ায় গ্রামীন কাঠামো উন্নয়নে মতবিনিময়

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৫:০৪ পিএম
আগৈলঝাড়ায় গ্রামীন কাঠামো উন্নয়নে মতবিনিময়

বরিশালে আগৈলঝাড়া উপজেলায় ৫টি ইউনিয়নের উপজেলার প্রকল্প বাস্তবায়নে গ্রামীন অবকাঠামো উন্নয়ন চলতি বছরের কাজের বিষয়ে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা-কাবিখা)  এবং গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টি.আর) ১ম,২য় এবং ৩য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সম্পাদকগণের সাথে প্রকল্পের কাজের অগ্রগতি ও সার্বিক কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা মিলনয়াতনে  উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় হয়েছে। সভায় উপস্থিত ছিলেন  উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের  ৬০জন জনপ্রতিনিধিগণ ও বিভিন্ন প্রকল্পের  সভাপতি  ও সম্পাদকগণ। সভা সঞ্চালন করেন  উপজেলা প্রকল্পবাস্তবায় কর্মকর্তা (পিআইও) অয়ন শাহা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, গ্রামীন অবকাঠামো উন্নয়নে শতভাগ কাজ করতে হবে। এই প্রকল্পে টাকা জনগনের। জনগনের টাকায়, জনগনের জন্য চলাচলের ও নাগরকি সুবিধার জন্য এ সকল কাজ করা হচ্ছে। যদি কোন প্রকল্পের বরাদ্দের টাকার কম কাজ করা হয় তাহলে যত টুকু কাজ করা হবে ততটুকু বিল পরিশোধ করা হবে। প্রকল্পের সভাপতি বা সম্পাদকের কাছে কোন ব্যক্তি চাঁদা দাবী করলে চাঁদা দিবেন না। আপনারা তাৎক্ষনিক ভাবে প্রশাসনকে জানাবেন। প্রয়োজনে ওই প্রকল্পের কাজ বন্ধ করে প্রকল্পের টাকা ফেরৎ পাঠানো হবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে