গৌরনদীর দুইটি ইউনিয়ন পরিষদ ভবনে তালা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৫:২৫ পিএম
গৌরনদীর দুইটি ইউনিয়ন পরিষদ ভবনে তালা

জেলার গৌরনদী উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদ ও খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের সচিব নাসির হোসেন বলেন, সকালে উপজেলায় মিটিংয়ে ছিলাম। দুপুরে পরিষদে এসে দেখি আমার কক্ষ, চেয়ারম্যানের কক্ষ ও পরিষদের দোতলায় ওঠার দরজায় কে বা কাহারা তালা ঝুলিয়ে দিয়েছে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। বিকেল চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই পরিষদে তালা ঝুলছে।

সরিকল ইউনিয়ন পরিষদের সচিব মোফাজ্জেল হোসেন বলেন, পরিষদের কক্ষে তালা ঝুলানোর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার লোক পাঠিয়ে তালা খুলিয়েছেন। তবে কারা পরিষদে তালা লাগিয়েছে তা তিনি জানতে পারেননি।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারনের দাবিতে গৌরনদীতে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা ওই দুই ইউনিয়ন পরিষদ ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি বলেন, খবরপেয়ে ইউপি সচিবকে তালা ভেঙ্গে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে