বরিশালে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৫:২৬ পিএম
বরিশালে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধণ

তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধণ উপলক্ষে জেলার গৌরনদীতে মঙ্গলবার সকাল দশটার দিকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ফিতা কেটে মেলার উদ্বোধণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী। এর আগে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। র‌্যালি শেষে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমুখ। সবশেষে অতিথিরা মেলায় অংশগ্রহণ করা আটটি ষ্টল পরিদর্শন করেছেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে