বাজিতপুর আঞ্চলিক সড়কের পাশে মুরগির খামারের গন্দে মানুষের দুর্ভিপাক

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৫:৫৩ পিএম
বাজিতপুর আঞ্চলিক সড়কের পাশে মুরগির খামারের গন্দে মানুষের দুর্ভিপাক

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের আঞ্চলিক সড়ক উজানচরের এপার উপারে বস্তা বন্ধি মুরগির বর্জের গন্ধে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। যেন এই এলাকার দেখার মতো কোনো লোক নেই। মুরগির বর্জের গন্ধে পথচারি অথবা সিএনজি, অটো বাইক দিয়ে বিভিন্ন বয়সের লোকেরা চলাচল করতে গিয়ে দুর্ভিপাকে যেমন পড়ছে তেমনি ভাবে আসে পাশের পরিবেশ নষ্ট হচ্ছে। মুরগির খামারিরা প্রভাবশালি হওয়ায় এলাকার জনগন তাদের বিরুদ্বে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না বলে এলাকায় অভিযোগ উঠেছে। গত কাল মঙ্গলবার বিকেলে সরেজমিন গেলে সংবাদ কর্মীদের এলাকাবাসী বলেন, একেতো প্রচন্ড গরম আর এ গরমের মাঝে কয়েকটি মুরগির খামারের বস্তা বন্ধি বর্জ রাখার কারণে শিশু ও বৃদ্বদের মারাত্নক রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা বলেন দেশে পরিবেশ আছে কি না এ নিয়ে তাদের মধ্যে প্রশ্ন উঠেছে। এলাকাবাসির দাবি উর্ধবর্তন কর্তৃপক্ষ একবার ভেবে দেখবেন কি? 

আপনার জেলার সংবাদ পড়তে