দৌলতপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৬:২১ এএম
দৌলতপুরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার গরুড়া গ্রামস্থ আদাবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফুটানী বাজার থেকে ডিবি পুলিশ ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার নেতৃত্বে, জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে দৌলতপুর থানা ধীন গরুড়া গ্রামস্থ আদাবাড়ীয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফুটানী বাজার (কলেজ বাজার) নামক স্থানে বিসমিল্লাহ হার্ডওয়ার প্রোঃ হামিদুল ইসলাম এর দোকানের সামনে পাঁকা রাস্তার পাশ হতে একটি প্লাষ্টিকের বাজার করার ব্যাগের মধ্যে রক্ষিত ১০০ (একশত) বোতল ফেনসিডিল উদ্ধার করে ও আসামি মো: রাকিবুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আসাদ আলী, গ্রাম- হগলবাড়িয়া, থানা-গাংনী, জেলা-মেহেরপুরকে গ্রেফতার করে। আসামীর বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে