সংগীতশিল্পী ও সাবেক এমপি মমতাজ ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৬:০৬ পিএম
সংগীতশিল্পী ও সাবেক এমপি মমতাজ ৪ দিনের রিমান্ডে

ঢাকার মিরপুরে গত বছরের আলোচিত হকার মো. সাগর হত্যা মামলায় জনপ্রিয় সংগীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সোমবার রাতে ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর মনিরুল ইসলাম, আদালতে মমতাজের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে উল্লেখ করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৩ সালের ১৯ জুলাই, রাজধানীর মিরপুর ১০ নম্বর মোড়ে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন হকার মো. সাগর। বিকেল সাড়ে ৪টার দিকে আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে সাগর মারা যান।

মৃত্যুর পর রাতে তার মা বিউটি আক্তার ছেলের লাশ মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে খুঁজে পান। পরে গত ২৭ নভেম্বর, তিনি মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধানমন্ত্রীর নামসহ ২৪৩ জনকে নামীয় এবং ২৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

মমতাজ বেগম এ মামলার ৪৯ নম্বর এজাহারনামীয় আসামি। হত্যাকাণ্ডে তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা আছে বলে তদন্ত কর্মকর্তারা দাবি করেছেন।

গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ, হতাহতের ঘটনা ঘটে। সেই সময় থেকেই আন্দোলন সংশ্লিষ্ট বেশ কিছু মামলায় রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।

সাবেক এমপি মমতাজ বেগম আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পরপর তিনবার মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এক আওয়ামী লীগ নেতার কাছে পরাজিত হন তিনি।

সরকার পতনের পর মমতাজের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা দায়ের হয়েছে, যার বেশিরভাগই আন্দোলন চলাকালে সংঘটিত সহিংস ঘটনার সঙ্গে সম্পৃক্ত।

এছাড়া, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে। অর্থ পাচার ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে