চায়না দোয়ারি জাল উদ্ধার
কালিয়াকৈরে বিল থেকে চায়না দোয়ারি জাল উদ্ধার করে ভস্মীভূত
আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর
: | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৬:০৮ পিএম
কালিয়াকৈরে চায়না দুয়ারি জাল জব্দ
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের নিশিন্দাহাটি এলাকার কুড়াডাঙ্গা বিল থেকে চায়না দুয়ারি জাল জব্দ করে ভস্মীভূত করা হয়
মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের নেতৃত্বে ঢালজোড়া ইউনিয়নের নিশিন্দা হাটি কুড়াডাঙ্গা বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৩০ টি ও ১০০০ মিটার চায়না দুয়ারি জাল আটক করে জনসম্মুখে ভস্মীভূত করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনি ও উপজেলা ডিপ্লোমা কৃষিবিদ মোসলে উদ্দিন প্রমুখ।