কালিয়াকৈরে মিষ্টির দোকানে মোবাইল কোর্ট ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় ৩টি মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিটালনা করে খাদ্য নিরাপত্তা আইনে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে ২০২৫) দুপুরে উপজেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ।
অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাজীপুর জেলা শাখার কর্মকর্তা সোনিয়া এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
বলরাম ঘোষের মালিকানাধীন সুমন মিষ্টান্ন ভান্ডার কে ১ লাখ টাকা জরিমানা, ভাই ভাই মিষ্টি ভান্ডারের বিবেক ঘোষকে ১ লাখ টাকা জরিমানা ও ইসলামিয়া সুইট মিটের সাদেক আলীকে ২০ হাজার টাকা জরিমানা করে ৩দোকান থেকে ২লাখ ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খাবারে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ এবং লাইসেন্সবিহীন কার্যক্রমের অভিযোগে এ জরিমানা করা হয়েছে। জনসার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান।