রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) : : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৭:১৪ পিএম
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য খাদ্যগুদাম প্রাঙ্গনে ফিতা কেটে উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা  রাকিবুল হাসান। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে পস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারানা আফরিন, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, উপজেলা চালকল মিল মালিক সমিতির সভাপতি মখলেছুর রহমান বাবু, সম্পাদক জাকির হোসেন জুয়েল প্রমূখ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, বোরো মৌসুমে কৃষকদের নিকট থেকে ৩৬ টাকা কেজি দরে ১হাজার ৩৩৮ মেট্রিকটন ধান ও চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ২হাজার ৩২৮ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে। আগামী ৩১আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে