পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ

কমিটি ঘোষনা: বিক্ষোভ মিছিল, কেন্দ্রীয় নেতার কুশপুত্তলিকা দাহ

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৭:২৫ পিএম
কমিটি ঘোষনা: বিক্ষোভ মিছিল, কেন্দ্রীয় নেতার কুশপুত্তলিকা দাহ

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের ঘোষিত নতুন কমিটির পদ বঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে। এসময়ে বিক্ষুব্ধ ছাত্রদল কর্মীরা কলেজ ছাত্রবাসসহ কলেজের বিভিন্ন স্থানে হামলা চালায়, কেন্দ্রীয় ছাত্রদল নেতার কুশপুত্তলিকা দাহ করে এবং প্রতিদ্বন্দ্বী দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। 

কেন্দ্রীয় ছাত্রদল ১২ মে ওই কমিটি ঘোষনা করলে আজ মঙ্গলবার দুপুরে কমিটির পদ বঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা কলেজ থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং একটি পথসভা করে। পথসভায় বক্তারা অভিযোগ করেন  ত্যাগী নেতাদের বাদ দিয়ে টাকার বিনিময়ে সুবিধাবাদী ও ছাত্রলীগ নেতাকর্মীদের পদায়ন করা হয়।  

সরকারী সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সমপাদক মেহেদী হাসান হৃদয় বলেন, যাদেরকে দিয়ে কমিটি গঠন করা হয়েছে তাদের সাথে দীর্ঘদিন ছাত্রলীগের সাথে যোগাযোগ ছিল এবং আমরা যখন ছাত্রদল করতাম তখন তারা ছাত্রলীগ করতো, তাদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে। আমরা কখনো পদের জন্য রাজনীতি করি নাই। কিন্তু ছাত্রলীগকে পদ পজিশন দিলে আমরা তা মেনে নিবো না। 

কলেজ ছাত্রদলের কর্মী মো: ফয়সাল আহম্মেদ বলেন, সমপূর্ণ টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে, যারা ছাত্রলীগের সাথে যুক্ত ছিল তাদেরকে এই কমিটিতে আনা হয়েছে এবং ত্যাগীদেরকে মূল্যায়ন করা হয়নি। আমরা চাই যারা মাঠে ছিলো তাদের দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে নতুন কমিটি ঘোষনা করা হোক। 

পথসভা শেষে কেন্দ্রীয় ছাত্রদল নেতা রিয়াদ ইকবালের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ ঘটনার পরে সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রাবাসসহ কলেজের বিভিন্ন জায়গায় ছাত্রদলের একদল কর্মীরা হামলা চালায়। পরে ছাত্রদলের দুই  মধ্যে সংঘর্ষ ঘটলে প্রশাসন রিস্থিতি নিয়ন্ত্রণে করে।  এ ঘটনায় কলেজে থমথমে অবস্থা বিরাজ করছে এবং কলেজ ক্যামপ্যাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে