ঢাকা মহানগরের যানজট ও জননিরাপত্তা নিশ্চিতে রাজধানীর মূল সড়কগুলো থেকে ব্যাটারিচালিত অটোরিকশা সরাতে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ মে) ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে আসাদগেট পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নিজে অভিযান তদারকি করেন এবং বলেন, “দীর্ঘদিন ধরে নগরবাসী এসব ব্যাটারিচালিত অটোরিকশার কারণে ভোগান্তিতে পড়ছিলেন। রাস্তার শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দুর্ঘটনা হ্রাসের স্বার্থেই এই অভিযান শুরু হয়েছে।” তিনি জানান, ধাপে ধাপে রাজধানীর অন্যান্য সড়কেও এই ধরনের অভিযান পরিচালিত হবে।
প্রশাসক আরও বলেন, “ঢাকার প্রধান সড়কে কোনো রিকশা চলবে না। রিকশা চলাচল করতে পারবে শুধু অভ্যন্তরীণ রাস্তায়। আর এই ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর উৎপাদন ও চার্জিং পয়েন্টগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।” ডেসকোর সহযোগিতায় এসব চার্জিং স্টেশন ও কর্মশালা চিহ্নিত করে বন্ধ করা হবে বলে জানান তিনি।
ডিএনসিসি প্রশাসক বলেন, “আমরা সরকারের অনুমোদিত অটোরিকশা চালুর পরিকল্পনা করছি। সেগুলোর জন্য চালকদের এনআইডি ভিত্তিক নিবন্ধন ও প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে। এতে নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে।”
অভিযানকালে অনেক চালক জানান, তারা বাধ্য হয়েই মূল সড়কে অটোরিকশা চালান। যাত্রীরা তাড়া দেন, আর বিকল্প রাস্তা নেই বলেই তারা এসব সড়কে চলতে বাধ্য হন। তবে ডিএনসিসির পক্ষ থেকে এসব অভিযোগের যৌক্তিকতা মানা হয়নি।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ. ন. ম. বদরুদ্দোজা, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ডিএমপি কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা।
ডিএনসিসির এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় কিছুটা শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রত্যাশা করছে নগরবাসী। তবে এর সঙ্গে চালকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান নিয়েও ভাবার সময় এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।