তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় নতুন এডহক কমিটির পরিচিত সভা

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৭:৫৮ পিএম
তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় নতুন এডহক কমিটির পরিচিত সভা
রাজশাহীর তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় নবগঠিত এডহক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ মে মঙ্গলবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার নবগঠিত সভাপতি এম এ মালেক মন্ডল। তিনি তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আগামীতে তানোর পৌরসভার মেয়রপ্রার্থী। তার বাড়ি আমশো মহল্লায়। মাদ্রাসা সুপার মো. মনসুর আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি ও ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম (জানেআলম) ও স্বনামধন্য সমাজসেবক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুর সরদার। এতে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী শিক্ষানুরাগী ছাড়াও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীবৃন্দ। এরআগে প্রতিষ্ঠানের নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সুপার মনসুর আলী ও শিক্ষক-কর্মচারীবৃন্দ। ই/তা
0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে