১৮কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১২টি নৌকা আটক করেছে নৌবাহিনী

এফএনএস চট্টগ্রাম: : | প্রকাশ: ১৩ মে, ২০২৫, ০৮:০০ পিএম
১৮কোটি টাকার অবৈধ জাল ও মাছসহ ১২টি নৌকা আটক করেছে নৌবাহিনী

দেশের মৎস্য সম্পদের সুরক্ষায় বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ ৫৮ দিন বন্ধ রাখতে এবং জাটকা নিধন প্রতিরোধে নিয়োজিত রয়েছে। দেশের সমুদ্র ও উপকূলীয় এলাকায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও মৎস্য সম্পদ সংরক্ষণে পরিচালনা করছে বিশেষ অভিযান। সোমবার (১২-০৫-২০২৫) বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ ফরিদ’ কক্সবাজারের ডাউন এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি মাছ ধরার নৌকা আটক করে। আটককৃত নৌকাসমূহ হতে ৪ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৫২০টি বেহুন্দি জাল, ১৬ হাজার মিটার অন্যান্য জালসহ ২২০ কেজি মাছ জব্দ করে। জব্দকৃত মালামালসমূহের আনুমানিক বাজার মূল্য ১৮ কোটি টাকা। এ সময় মাছ ধরার নৌকায় থাকা ৬১ জন জেলেকেও আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফিশারি ডিপার্টমেন্টের প্রতিনিধির উপস্থিতিতে আলী আকবর ডেলঘাট সংলগ্ন এলাকায় জালসমূহ পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। পরবর্তীতে আটককৃত জেলেদের স্থানীয় প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়। 

ইতোমধ্যে চলমান অভিযানে প্রায় ১৯৩ কোটি ৩১ লক্ষ ৩৮ হাজার টাকার অবৈধ জাল, জাটকা ও মাছ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। দেশের সমুদ্র সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করতে নৌবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাটকা নিধন প্রতিরোধ এবং ৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধকরণ অভিযান-২০২৫ সফল বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে