চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা অসম্ভব: প্রধান উপদেষ্টা

এফএনএস অনলাইন:
: | আপডেট: ১৪ মে, ২০২৫, ০১:০৫ পিএম : | প্রকাশ: ১৪ মে, ২০২৫, ১১:৫২ এএম
চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা অসম্ভব: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে বললেন, 

“চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না। বন্দরের পরিবর্তন নিয়ে আগে লেখালেখি করলেও এবার সুযোগ পেয়েছি। এটাকে সত্যিকারের বন্দর হিসেবে তৈরি করতে প্রথম দিন থেকে কাজ শুরু করেছি।”

ড. ইউনূস আরও যোগ করে বলেন, “প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্দরের সক্ষমতা বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিন থেকেই চেষ্টা করছি এটিকে একটি সত্যিকারের আন্তর্জাতিক মানের বন্দর হিসেবে গড়ে তুলতে।”

এ সময় চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি করতে বিদেশিদের সম্পৃক্ত করারও পরামর্শ দেন ড. ইউনূস।

উল্লেখ্য, আজ সকাল সোয়া ৯টার দিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে পৌঁছান। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি যোগ দেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনসহ একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে