ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটির ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় হল-প্রভোস্টের কার্যালয়ে সংগঠনটির আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজমিন রহমানকে সভাপতি ও ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুমতাহিনা রিনিকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি সাদিয়া ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রিদুয়ানা রহমান। সাংগঠনিক সম্পাদক তাসলিমা আরেফিন অথি, অর্থ সম্পাদক সাবরিনা খাতুন।
দপ্তর সম্পাদক সুমাইয়া খাতুন, প্রচার সম্পাদক শাম্মী আকতার, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবিকুন্নাহার, অনুষ্ঠান সম্পাদক কাজী ফাতেহা আসমিয়া আর্দি এবং বিতর্ক গবেষণা সম্পাদক নাহিদা সুলতানা উর্মি। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহিরা আহমেদ, রুনা লায়লা ও রিয়া আক্তার রুমা।
উল্লেখ্য, খালেদা জিয়া হল ডিবেটিং সোসাইটি দীর্ঘদিন ধরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক চর্চা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন সহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।