শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৪ মে ২০২৫ ইং) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে গ্রাম আদালত বিষয়ক দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, এভিসিবি-৩ প্রকল্পের শরীয়তপুর ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী। সভায় সঞ্চালনা করেন, উপজেলা সমন্বয়কারী মোঃ ইকবাল জামিল এবং মোঃ আনিছুর রহমান খান।
সভায় আলোচ্য সুচী অনুযায়ী চলমান মামলা গ্রহণ ও নিষ্পত্তি, ত্রৈমাসিক পরিকল্পনা, ওপেন বাজেট ২০২৫-২০২৬ এ গ্রাম আদালতের বাজেট সংযুক্তি, দক্ষতার উন্নয়ন এবং বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার পিছিয়ে পড়া ইউনিয়নের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় ছোট খাটো সকল বিরোধ নিষ্পত্তির জন্য প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারীদের প্রতি গুরুত্ব আরোপ করেন।
তিনি বলেন, ইউনিয়নে এসে যেন বিচারিক সেবা প্রত্যাশী কেউ ফিরে না যায় সেবিষয়টি সংশ্লিষ্ট সকলকে নিশ্চিত করতে হবে। এসময় তিনি গ্রহণকৃত মামলা গ্রাম আদালত গঠন করে প্রাক-বিচার বা শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি করনে বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন এবং সামনের অর্থ বছরের প্রতিটি ইউনিয়নের বাজেটে গ্রাম আদালত বিষয়ে বাজেট রাখার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভার সমাপনিতে সভাপতি বলেন, দ্বি-মাসিক সমন্বয় সভা চলমান অগ্রগতি মূল্যায়ণে ও হিসাব সহকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় বিশেষ অতিথি হিসেবে ডিস্ট্রিক্ট ম্যানেজার বলেন, সাপ্তাহিক ধার্যকৃত দিনে গ্রাম আদালত পরিচালনা করতে হবে এবং এবিষয়ে চেয়ারম্যানদের উদ্বুদ্ধ করতে হবে। প্রকল্পের লক্ষ্য অনুযায়ী প্রতিমাসে ইউনিয়ন ভিত্তিক অন্তত ৫ করে মামলা গ্রহণ ও নিষ্পত্তি করতে হবে। তিনি আরোও বলেন, গ্রাম আদালতে গতিশীলতা আনতে ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা বৃদ্ধি করে সকল শ্রেনী পেশার মানুষকে পরিষদ মুখী করে তুলতে হবে।
উক্ত সভায় নড়িয়া উপজেলার ১৪ টি ইউনিয়নের সকল হিসাব সহকারীগণ, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।